প্রবাসে

হোয়াইট হাউজের সামনে ১৪ ই ডিসেম্বর যুক্তরাষ্ট্র আ:লীগের উদ্যোগে প্রতিবাদ সভা

বাংলাদেশ সরকারের সাবেক কয়েকজন কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার প্রতিবাদে হোয়াইট হোয়াইট হাউজের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ড.সভাপতি সিদ্দিকুর রহমান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশনের সুপারিশ মোতাবেক অযৌক্তিক, অন্যায় এবং কোন ধরনের তথ্য প্রমাণিদি ছাড়াই বাইডেন প্রশাসন প্রাক্তন ৬জন র‌্যাব কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যেগে আগামী ১৪ই ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত পর্যায়ক্রমে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টম্যান্টের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন স্টেট আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের উক্ত সমাবেশে উপস্থিত থাকতে বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে বসবাসরত সমস্ত আওয়ামী নেতাকর্মীরা অত্যন্ত মনক্ষুন্ন এবং এরই পরিপ্রেক্ষিতে আসন্ন সমাবেশে সকলের উপস্থিতি একান্ত কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button