করোনাজাতীয়লিড স্টোরি

টিকা নিলেন আরও ৭ লাখ ৮২ হাজার মানুষ

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনার টিকা নিয়েছেন ৭ লাখ ৮১ হাজার ৯৯৩ জন মানুষ। তাদের ৫ লাখ ৩৬ হাজার ২২৩ জন প্রথম ডোজ এবং ২ লাখ ৪৫ হাজার ৭৭০ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

একদিনে টিকার প্রথম ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৩৫৭ জন ও নারী ২ লাখ ৮২ হাজার ৮৬৬ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ১৭ হাজার ৫৪৩ জন ও নারী এক লাখ ২৮ হাজার ২২৭ জন।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৯ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৯৯২ জন মানুষ। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৯৪ লাখ ৮ হাজার ২৫৪ জন ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৭৩৮ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মীকে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়। টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭ কোটি ৮৩ হাজার ৯৪৬ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে নিবন্ধন করেছেন ৬ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৪৬৮ জন। এছাড়া পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন ১ কোটি ৪২ হাজার ৪৭৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button