আদালত
আরেক মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর
রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর। বুধবার (২৪ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক তার জামিন মঞ্জুর করেন।
২৯ জুলাই বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে গুলশান-২ এর ৩৬ নম্বর রোডে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন র্যাব সদস্যরা।
ওইদিনই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় এই মামলা করেন র্যাব-১ এর সিপিও মজিবুর রহমান। মামলায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ আনা হয়।
পরে সেই মামলায় দুই দফায় তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।