আদালত

পি কে হালদারসহ ১৪ জনের বিচার শুরু

দেশে থেকে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদকের করা মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে মামলাটির বিচার শুরু হলো।
অভিযোগ গঠনের শুনানির জন্য কারাগারে থাকা সুকুমার মৃধা, তার কন্যা অনিন্দিতা মৃধা, শঙ্খ ব্যাপারী ও অবন্তিকা বড়ালকে আদালতে হাজির করা হয়। এর আগে বিচারক মামলার অভিযোগ থেকে চারজনকে অব্যাহতি দেওয়ার আবেদন খারিজ করে দেন। একইসঙ্গে সুকুমার ও অনিন্দিতার জামিন আবেদন নাকচ করে দেন আদালত।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী বলেন, ‘পিকে হালদার প্রায় ২০টি মামলার আসামি। তবে, আজই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলায় অভিযোগ গঠন করা হলো।’
অভিযোগপত্রে পি কে হালদার ও অন্য নয়জনকে ‘পলাতক’ দেখানো হয়েছে এবং তাদের অনুপস্থিতিতেই অভিযোগ গঠন করা হয়েছে। এরপর পি কে হালদারসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর আদালত মামলার শুনানি শুরুর জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button