খেলা

হেরে গেলো রোনালদোর ইউনাইটেড

নিজেদের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে আগের ম্যাচে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার প্রতিপক্ষের মাঠেও হারতে হলো তাদের। শনিবার ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে হার মেনেছে দলটি।

প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে পঞ্চম হারে আগের ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে চতুর্থ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ওয়াটফোর্ড ১৬তম স্থানে অবস্থান করছে। আর চেলসি ৩-০ গোলে লেস্টার সিটিকে হারিয়ে শীর্ষে। ১২ ম্যাচে ৯ জয়ে ২৯ পয়েন্ট টমাস টুখেলের দলের।

হ্যারি ম্যাগুইরে ডাবল হলুদ কার্ডে মার্চিং অর্ডার পান। তাতে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে ইউনাইটেডকে।

তারপরও ৭২ ও ৭৬ মিনিটে রোনালদো চেষ্টা করেছিলেন। কিন্তু গোল পাননি; বরং যোগ করা সময়ে ওয়াটফোর্ড আরও চমক দেখায়। এই সময়ে আরও দুটি গোল করে ইউনাইটেডকে ধসিয়ে দিয়েছে!

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হোয়াও পেদ্রো ডান পায়ের শটে দলকে তৃতীয় গোল উপহার দেন। আর চতুর্থ মিনিটে ইমানুয়েল ডেনিস ডান পায়ের শটে চতুর্থ গোল করে দলকে বড় জয় পেতে সহায়তা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button