খেলা
টানা দুই হারের পর যা বললেন মাহমুদউল্লাহ
নিজেদের ঘরের মাঠেই পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হারলো বাংলাদেশ।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ইনিংসের শুরুটা ভালো হয়নি। কিন্তু শান্ত ও আফিফ ভালো ব্যাটিং করেছে। আমি এবং শান্ত একটা পার্টনারশিপ করার চেষ্টা করছিলাম কিন্তু শেষ কয়েক ওভারে পুঁজি করতে পারিনি।
আজকের ম্যাচে তিনটি মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা। এই বিষয়ে মাহমুদ উল্লাহ বলেন, ‘আমি আসলে জানি না। সবাই ভালো ব্যাটিং, ফিল্ডিং, ক্যাচ নেওয়ারও অনেক চেষ্টা করছে। প্র্যাকটিস সেশনে ছেলেরা অনেক পরিশ্রম করছে। নিয়মিত ক্যাচ অনুশীলন করছে। দুর্ভাগ্যজনকভাবে খেলায় সুযোগগুলো মিস হয়ে যাচ্ছে।’
বাংলাদেশ ২০ ওভার খেলে আজ মাত্র ১০৮ রান তুলতে পেরেছিল। দলের ব্যাটিং সম্পর্কে মাহমুদ উল্লাহ বলেন, ‘আমাদের শেষ পাঁচ-ছয় মাস বোলাররা, পেস ও স্পিনে অসাধারণ করেছে। আমাদের ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে।’