আন্তর্জাতিক

বাইডেন-শি জিনপিং বহু প্রতীক্ষিত বৈঠক সম্পন্ন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বহু প্রতীক্ষিত ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে। শুরুতে উভয় পক্ষ আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

বৈঠকের শুরুতেই শি জিনপিং বলেছেন, চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিবাচক অগ্রগতি চায় চীন। অন্যদিকে, জো বাইডেন মানবাধিকার ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি নিয়ে কথা শুরু করেন।

এ বছরের জানুয়ারিতে বাইডেনের অভিষেকের পর থেকে এ পর্যন্ত তিনবার কথা হয়েছে শি জিনপিংয়ের সঙ্গে। আজকের বৈঠক কয়েক ঘণ্টা চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকে শি বলেছেন, “উভয় দেশেরই একে অপরকে শ্রদ্ধা করাটা অত্যন্ত জরুরি এবং একটা ‘ধারাবাহিক সম্পর্ক’ প্রয়োজন।” তিনি আরও বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯-এর মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চীন-যুক্তরাষ্ট্র সুস্থ সম্পর্ক জরুরি। মানবজাতি বৈশ্বিক একটা গ্রামে বসবাস করে। এজন্য আমরা যৌথভাবে বহুমুখী সমস্যার সম্মুখীন হই।’ চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এমনটি জানানো হয়েছে।

‘পুরনো বন্ধু’ বাইডেনকে দেখতে পেয়ে তিনি খুশি বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগ বাড়ানো উচিত বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার হয়তো আনুষ্ঠানিক পদ্ধতিতে আলোচনা শুরু করা উচিত, যদিও আপনি এবং আমি একে অপরের সঙ্গে কখনোই আনুষ্ঠানিক ছিলাম না। অত্যন্ত সততা ও স্বতস্ফূর্তভাবে আমাদের দুজনের যোগাযোগ হয়েছে। অন্যরা কী ভাবছে সেটা মাথায় রেখে আমরা পথ ছেড়ে যাইনি।’ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button