খেলা

বার্সেলোনার কোচ হলেন জাভি

কাতারের আল সাদ ক্লাবের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার হেড কোচ হচ্ছেন জাভি হার্নান্দেজ। বুধবার রোনাল্ড কোম্যানকে বার্সা বরখাস্ত করার পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়।

চলতি মৌসুমের পুরোটা ও আগামী দুই মৌসুমের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাভি। সোমবার ক্যাম্প ন্যুয়ে দর্শকদের সামনে নতুন পরিচয়ে হাজির হবেন এই স্প্যানিশ কিংবদন্তি। এরপর একটি সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে তার।

জাভি ১৯৯৮ সালে কাতালান ক্লাবটির হয়ে অভিষেক হওয়া জাভি খেলেছেন ২০১৫ সাল অবধি। বিদায়ের সময় বার্সেলোনা হয়ে সবচেয়ে বেশি ৭৬৭ ম্যাচ খেলার রেকর্ডও ছিল তার দখলে। পরে ৭৭৮ ম্যাচ খেলে সেটি ভাঙেন লিওনেল মেসি।

এর মধ্যে জিতেছেন ২৫টি মেজর শিরোপা। ৮টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি কোপা দেলরে, দুটি ক্লাব বিশ্বকাপ, দুইটি ইউরোপিয়ান সুপার কাপ ও ছয়টি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। পরে আল সাদে গিয়ে ২০১৯ সালে ক্যারিয়ার শেষ করার পর কোচের দায়িত্ব নেন জাভি। সেখানে জেতেন মোট ৭টি শিরোপা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button