কপ২৬ সম্মেলন ব্যর্থ: গ্রেটা
সুইডিশ পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ বলেন, জাতিসংঘের জলবায়ুবিষয়ক ‘কপ২৬ শীর্ষ সম্মেলন’ ব্যর্থ হয়েছে । খবর: বিবিসি
শুক্রবার (৫ নভেম্বর) গ্লাসগোর জর্জ স্কয়ারে ‘ফ্রাইডে ফর ফিউচার’ ব্যানারে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে গ্রেটা এ মন্তব্য করেছেন। এ বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন।
এ সময় গ্রেটা বলেন, ‘কপ২৬ সম্মেলন ব্যর্থ হয়েছে, এটা গোপন কিছু নয়। এটা দিবালোকের মতো সত্য যে, যেভাবে আমরা এ সংকটের মধ্যে পড়েছি, সেভাবে এর সমাধান কোনোভাবেই সম্ভব নয়। কার্বন নির্গমন এমন মাত্রায় কমানো প্রয়োজন, যা আগে কখনো হয়নি।’
তিনি বলেন, ক্ষমতাসীনরা কল্পনার রঙিন বুদবুদের মধ্যে নিজেদের লুকিয়ে রাখতে পারেন; তারা ভাবতে পারেন যে কোনো একটি গ্রহে হঠাৎ করেই একদিন অলৌকিক কিছু ঘটে যাবে, প্রযুক্তির এমন শক্তি মানুষ পেয়ে যাবে যে আজকের সব সঙ্কট নিমেষেই কেটে যাবে। কিন্তু তারা যখন সেই স্বপ্নে বিভোর, এই পৃথিবী তখন আক্ষরিক অর্থেই পুড়ছে।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘ব্যবসায়িক সম্মেলন’ উল্লেখ করে গ্রেটা বলেন, ‘জাতিসংঘের আয়োজিত দুই সপ্তাহের এ সম্মেলন ছিল দুই সপ্তাহব্যাপী ব্যবসাকে উদযাপনের আয়োজন।
কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ক্লাস বর্জন করে ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে অবস্থান নিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন গ্রেটা থুনবার্গ, তখন তার বয়স মাত্র ১৫।