আন্তর্জাতিকমজার

রান্নার পাত্রে চড়ে বিয়ে

আবারো বন্যার পানিতে ভেসে গেছে ভারতের কেরালা । রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যায় মানুষের প্রাণ হারানোরও ছবি উঠে এসেছে। আর এরই মাঝে অভিনব কায়দায় বিয়ে করলেন ভারতের কেরালার আকাশ ও ঐশ্বরিয়ার। বন্যার এই থৈ থৈ পানিতে, রান্নার বড় পাত্রে চড়ে ভেসে ভেসে নিজেদের বিয়ে সারলেন তারা। কারণ তাদের বিয়ের লগ্ন পেড়িয়ে যাচ্ছিলো। ভারতিয় গণমাধ্যমে এমনই তথ্য জানানো হয়েছে।

রান্নার পাত্রে চড়ে বিয়ে করলেন তারা

নিজের বিয়ে সম্পর্কে ঐশ্বরিয়া জানান, আমাদের বিয়ে এমন এক পরিস্থিতিতে হবে, তা কখনো কল্পনাও করিনি। প্রথমে পরিকল্পনা করেছিলেন পারিবারিক সীমিত সংখ্যক সদস্যকে নিয়ে বিয়ে সম্পন্ন করবেন। কিন্তু বন্যার কারণে তা আর হয়ে ওঠেনি। তাই তারা এই বন্যার ভিতরেই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

অন্যদিকে আকাশ জানান, কিছুদিন আগেই তারা বিয়ের দিন নির্ধারণ করেছিলেন। কিন্তু বন্যা এসে সব লন্ডভন্ড করে দিয়েছে। তাই এবার তারা বিয়ের দিন পেছাতে চাননি। কারণ, তারা জানেন না আবার কবে বিয়ের জন্য ছুটি নিতে পারবেন। তাই এই ছুটিতেই সেরে ফেলেছেন বিয়ে। তা করতে তাদের কাছে স্বল্প সময়ের জন্য একমাত্র অপশন ছিল ওই রান্নার পাত্র।

 

Related Articles

Leave a Reply

Back to top button