বিনোদনসাহিত্য ও বিনোদন

একুশে পদকপ্রাপ্ত শিল্পী সমরজিৎ রায় আর নেই

না ফেরার দেশে চলে গেলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।

রোববার (৯ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন সংবাদমাধ্যমকে খরবটি নিশ্চিত করেছেন।

৫ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সমরজিৎ রায়। কোনোভাবেই তার জ্বর কমছিল না। এক সপ্তাহ পর বাসায় নেয়া হয় তাকে। পরে ১৫ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনিত হলে আবার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান এ শিল্পী।

সমরজিৎ রায় চৌধুরী দেশের একজন গুণী চিত্রশিল্পী। ১৯৩৭ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। জীবনের প্রথম দিক থেকেই শিল্পচর্চা করেছেন। বিশেষ করে নিরীক্ষাধর্মী শিল্পচর্চার সঙ্গে তার যোগ ছিল বেশ।

১৯৬০ সালে তৎকালীন সরকারি আর্ট ইনস্টিটিউট (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে গ্রাফিক ডিজাইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর যোগ দেন চারুকলা অনুষদে। ৪৩ বছরের চাকরি জীবন শেষে অবসর গ্রহণ করেন ২০০৩ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপারনিউমারেরি অধ্যাপক হিসেবেও ছিলেন সমরজিৎ রায় চৌধুরী।

চিত্রকলায় বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button