শিক্ষাশিশু-কিশোর

বাচ্চারা খেলাধুলার মধ্যে শিখবে: শিক্ষামন্ত্রী

শুধু বই পড়ে শুধু পড়াশোনা নয়, বাচ্চারা খেলাধুলার মধ্যে শিখবে, আনন্দের মধ্য দিয়ে শিখবে, কাজ কর্ম করে শিখবে এবং সমাজ অর্থাৎ কমিউনিটির বিভিন্ন কাজের মধ্য দিয়ে শিখবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার মানটাই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তাই পাঠ্যবইয়ের কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান কারিকুলামে যেগুলো আছে, সেগুলোও থাকবে এবং যেখানে যেটি ভাল কাজ করবে, সেটি আমরা গ্রহণ করছি। এখানে শিক্ষকদের যেমন প্রশিক্ষণ দেব, আমাদের টিচার্স গাইড যেগুলো, সেগুলো তৈরি হবে।

শিক্ষার মান উন্নয়নের জন্য সব কিছুই করা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button