আন্তর্জাতিক
রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৮
রাশিয়ার পার্ম শহরের একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক শিক্ষার্থীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন।
সোমবার (২০ সেপ্টম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি এ তথ্য জানিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকালে ওই হামলাকারী ক্যাম্পাসে ঘোরাফেরা করার এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে আটজন নিহত হন।
গুলির পরপরই বন্দুকধারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র।
হামলার ঘটনাটি ঘটেছে রাজধানী মস্কো থেকে ১৩শ কিলোমিটার( ৮শ মাইল) দূরে পার্ম স্টেট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। হামলার সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ভবনের ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন, কেউ লাফ দিয়ে ফটকের বাইরে চলে যান। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।