খেলালিড স্টোরি

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

আজ সিরিজের চতুর্থ ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডের দেয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের পাশাপাশি ৩-১ ব্যবধানে এগিয়েও থাকলো টাইগাররা। ম্যাচ সেরা হয়েছেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। নাসুম নির্ধারিত ৪ ওভারে ১০ রানে এবং মুস্তাফিজ ১২ রানে ৪ উইকেট নেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন উইল ইয়ং। জবাবে ৫ বল বাকী রেখে ৯৬ রান তুলে জয় পায় বাংলাদেশ।

আগের তিন ম্যাচেই বাংলাদেশের পক্ষে বোলিং শুরু করেছিলেন অফ-স্পিনার মাহেদি হাসান। আজ বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

প্রথম ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্রকে বিদায় দেন নাসুম। দলীয় রানের খাতা খোলার আগেই খালি হাতে ফিরতে হয় রবীন্দ্রকে। মেডেন উইকেটে ওভারটি শেষ করেন নাসুম।

১৬ রানে ২ উইকেট পতনে চাপে পড়ে নিউজিল্যান্ড। সেই চাপকে দূর করতে উইকেটে টিকে থাকার দিকে মনোযোগি হন লাথাম ও উইল ইয়ং। রানের জন্য তাড়াহুড়া না করে ধীরলয়ে এগোতে থাকেন তারা। এতে ১১তম ওভারের প্রথম বলে দলীয় ৫০ রানে পৌঁছায় নিউজিল্যান্ড।

একই ওভারে লাথাম-ইয়ং জুটি ভেঙ্গে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন মাহেদি। স্টাম্পড আউট হবার আগে ২৬ বলে ২১ রান করেন নিউজিল্যান্ড অধিনায়ক লাথাম।

মাহেদির ব্রেক-থ্রুতে আত্মবিশ্বাস বেড়ে যায় নাসুমের। তারই ধারাবাহিকতায় ১২তম ওভারে পরপর দুই বলে নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নেন নাসুম। ক্রিজে নতুন ব্যাটসম্যান হেনরি নিকোলসকে ১ রানে বোল্ড এবং কলিন ডি গ্র্যান্ডহোমকে কোন রানই করতে দেননি নাসুম। এ ওভারেও কোন রান না দিয়ে দুই উইকেট নেন নাসুম।

৭ বল ও ১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে আবারো চাপে পড়ে নিউজিল্যান্ড। ইনিংসের শেষদিকে ৩ বল বাকী থাকতে মাত্র ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

বাংলাদেশের সফল বোলার ছিলেন নাসুম ও মুস্তাফিজ।

সিরিজ জয় নিশ্চিত করতে ৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৮ রানে আউট হন ওপেনার লিটন দাস। ১টি চারে ৬ রান করেন তিনি। এরপর সাকিবকে নিয়ে আরেক ওপেনার মোহাম্মদ নাইম রানের চাকা ঘুড়িয়েছেন। দ্রুত রান করছিলেন তারা। কিন্তু তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ান নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল।

ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সাকিবকে আউট করেন প্যাটেল। লাথামের হাতে স্টাম্পড হবার আগে ১টি চারে ৮ বলে ৮ রান করেন সাকিব। সাকিবের আউটে উইকেটে গিয়ে ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই প্যাটেলের ঘুর্ণিতে বোল্ড হন মুশফিক। এতে ৬ ওভার শেষে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুট্
খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।

এরপর অধিনায়ক মাহমুদুল্লাহকে নিয়ে দলের জয়ের পথ তৈরি করেন নাইম। দেখেশুনে খেলে স্কোরবোর্ডে রান জমা করেন দু’জনে। ১৪ ওভার শেষে বআংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬৫ রান।

তবে ১৫তম ওভারে রান আউটের ফাঁদে পড়ে উইকেটে সেট ব্যাটসম্যান নাইম। ১টি করে চার-ছক্কায় ৩৫ বলে ২৯ রান করেন নাইম। চতুর্থ উইকেটে মাহমুদুল্লাহর সাথে ৫০ বলে দলের সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়েন নাইম।

নাইমের বিদায়ের পর আফিফকে নিয়ে লক্ষ্যের দিকে ছুটতে থাকেন মাহমুদুল্লাহ। ধীর গতিতে এগুতে থাকায় জয়ের হজন্য শেষ ৩ ওভারে ১৯ রান প্রয়োজন পড়ে বাংলাদেশের। ১৮তম ওভারে ৮ রান পায় বাংলাদেশ। এতে শেষ ১২ বলে ১১ রানের দরকার পড়ে।

১৯তম ওভারের প্রথম বলে লং-অন দিয়ে ছক্কা হাঁকান মাহমুদুল্লাহ। বাকী বলগুলো থেকে আরও ৩ রান পায় টাইগাররা। ফলে শেষ ওভারে জিততে ২ রান দরকার পড়ে বাংলাদেশের। শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মাহমুদুল্লাহ।

৪৮ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। ৬ রানে অপরাজিত থাকেন আফিফ।

আগামী ১০ সেপ্টেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button