খেলা

পাকিস্তানের কোচিং থেকে মিসবাহ-ওয়াকারের পদত্যাগ

পাকিস্তান জাতীয় দলের হেড কোচ পদ থেকে পদত্যাগ করেছেন, মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস।

সোমবার সকালে, এ সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কে জানিয়েছেন তারা।

পদত্যাগের কারণ হিসেবে মিসবাহ জানিয়েছেন, করোনাকালে জৈব-সুরক্ষা বলয়ের কারণে পরিবারকে যথেষ্ট সময় দিতে না পারা। আর ইউনিস জানান, মিসবাহ ও তিনি কোচিং পদে একসঙ্গে শুরু করেছে। তাই সরে গেলেও একইসঙ্গে।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে এই দুটি বড় পজিশনে নিয়োগ পেয়েছিলেন যথাক্রমে মিসবাহ ও ইউনিস। তবে চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই সরে গেলেন।

এদিকে, আগামী ১১ সেপ্টেম্বর ৩ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে আসবে নিউজিল্যান্ড দল। পাকিস্তান স্কোয়াড ইসলামাবাদে একত্রিত হবে ৮ সেপ্টেম্বর। এই সিরিজের জন্য সাবেক দুই ক্রিকেটার সাকলাইন মুশতাক ও আব্দুল রাজ্জাককে দায়িত্ব দিয়েছে পিসিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button