আন্তর্জাতিককরোনা

সিনোভ্যাকের ১ কোটি ২০ লাখ ডোজ স্থগিত করেছে ব্রাজিল

চীনের সিনোভ্যাক ফার্মের ১ কোটি ২০ লাখ ডোজ স্থগিত করেছে ব্রাজিল।

শনিবার দেশটির ফেডারেল স্বাস্থ্যনিয়ন্ত্রক সংস্থা, আনভিজা, এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর: ডয়েচে ভেলে

স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, শুক্রবার সাও পাওলোর বায়োমেডিকেল প্রতিষ্ঠান বুতানতেন ইনস্টিটিউট এসব ডোজের বিষয়ে সতর্ক করে।

তারা জানিয়েছে, অননুমোদিত কারখানায় উৎপাদিত হয়েছে এসব ডোজ। এ ব্যাপারে তারা আরও সতর্কতা অবলম্বন করছে। এর উৎপাদন প্রক্রিয়া খতিয়ে দেখবে তারা।

ব্রাজিলে টিকাদান শুরু হওয়ার পর থেকে অনুমোদিত টিকাগুলোর বেশিরভাগই ছিল সিনোভ্যাকের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button