খেলা

তামিমের বিশ্বকাপ না খেলা সাহসী সিদ্ধান্ত: পাপন

তরুণদের সুযোগ করে দিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ-ই এক ভিডিও বার্তায়  এমনটা জানিয়েছেন তিনি নিজেই।

তামিমের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন । তিনি বলেন , তার সঙ্গে আলোচনা করেই তামিম সিদ্ধান্ত নিয়েছেন। তামিমের এমন সাহসী সিদ্ধান্ত প্রশংসার দাবিদার।

গতকাল ১১তম ও বিদায়ী বোর্ড সভায় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন বিসিবির পরিচালকরা। টি-২০ বিশ্বকাপের আগেই নির্বাচন শেষ করতে চায় বিসিবি।

সংবাদ সম্মেলনে পাপন জানান, মাহমুদউল্লাহর টেস্ট অবসর অকল্পনীয় ছিল। লাল বলের চুক্তিতে তাকে রাখা হয়নি। ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি হবে ডিসেম্বর পর্যন্ত।

বিশ্বকাপে তামিমের না খেলার প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ও (তামিম) যে কথাগুলো বলেছে, খুব ভালো কথা বলেছে। ও মনে করেছে যে, সে খেললে অনেকের প্রতি অন্যায় হতে পারে। এটা একটা কারণ। আর সরাসরি ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ খেলা, এটা খুব কঠিন। সামনের বছর আরেকটা বিশ্বকাপ আছে। আমার আশা, তামিম আবার টি-টোয়েন্টি দলে ঢুকবে এবং সামনের বিশ্বকাপে খেলবে।

বিসিবি সভাপতি আরও বলেন, সবাই চায় বিশ্বকাপ খেলতে, কিন্তু তামিম তরুণদের সুযোগ করে দিতে বিশ্বকাপে খেলছেন না। এটা খুব সাহসী সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button