খেলা

ডাক্তারের নিষেধ, তবে সবাই চাইলে থাকবেন পাপন

নাজমুল হাসান পাপনের চিকিৎসকের পরামর্শ, তিনি যেন এত চাপ না নেন। তাই বিসিবি সভাপতি আগামী নির্বাচন নিয়ে নতুন করে ভাবছেন। তবে অক্টোবরে বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এমন কথা বলেননি।

বুধবার ১ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের শুরুতে বলেছেন, অনেক কাজ, প্রচুর চাপ। চিকিৎসকের নির্দেশ, চাপ কমানোর। তাই নতুন কিছু ভাবতে হচ্ছে। তবে পরে আবার বলেছেন, বোর্ডের সবাই চাইলে হয়তো থাকার কথা ভেবে দেখবেন। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি।

সামনে আইসিসির বিশ্বকাপ। এছাড়া ব্যস্ত সূচি। কাজের চাপ যেহেতু বেড়ে যাচ্ছে, তাই দায়িত্ব ভাগ করে দিতে চান বলে জানান তিনি।

তার বোর্ডে থাকা নিয়ে আসলে দু‘রকম কথা বলেছেন পাপন। এক পর্যায়ে এমনও বলেছেন, ‘পরিচালক হতে পারি। সভাপতি নাও হতে পারি। এবার নির্বাচনটা উন্মুক্ত রাখতে চাইছি।’

২০১২ সালে আ হ ম মোস্তফা কামাল আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সরকারের মনোনীত প্রার্থী হিসেবে বিসিবি সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন নাজমুল হাসান পাপন।

এরপর ২০১৩ আর ২০১৭ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চলতি সেপ্টেম্বরে তার নেতৃত্বাধীন কমিটির দ্বিতীয় মেয়াদ শেষ হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button