আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সবশেষ ফ্লাইটটিও আফগানিস্তান ছাড়ল

আফগানিস্তান ছাড়ল যুক্তরাষ্ট্রের সবশেষ ফ্লাইটটি। আর এর মধ্য দিয়েই সমাপ্তি হলো ২০ বছরের আফগান যুদ্ধের।

তবে সবশেষ বিমান কাবুল ছেড়ে চলে গেলেও এখনো প্রায় ১০০ মার্কিন নাগরিক রয়ে গেছেন আফগানিস্তানে। গত ১৪ আগস্ট থেকে এ পর্যন্ত ৭৯ হাজার মানুষকে যুক্তরাষ্ট্র নিয়ে গেছে। যার মধ্যে ৬ হাজার মার্কিন নাগরিক, আর বাকিরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করা আফগান।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেনজি জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার (৩০ আগস্ট) বিকেল ৩টা ২৯ মিনিটে যুক্তরাষ্ট্রের সবশেষ ইউএস সি-১৭ বিমানটি হামিদ কারজাই বিমানবন্দর ছেড়ে যায়।

তালেবানের কাবুলের ক্ষমতা গ্রহণের বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি কাবুল বিমানবন্দরের পরিস্থিতি। এরই মধ্যে কাবুল বিমানবন্দরে আবারও ভয়াবহ হামলার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফের হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত ২০ বছরে আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৩০০ জনের বেশি সেনা নিহত হয়েছেন। পাশাপাশি ২০ হাজারের বেশি সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button