মেট্রোরেল তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট: সেতুমন্ত্রী
মেট্রোরেলকে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল । তিনি বলেন, মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়, এটা দৃশ্যমান।
রবিবার (২৯ আগস্ট) উত্তরার দিয়াবাড়ি ডিপো সংলগ্ন কোচ আনলোডিং এলাকায় আয়োজনটির উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের প্রথম মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর আনুষ্ঠানিকভাবে চালিয়ে দেখা হল বৈদ্যুতিক ট্রেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরবাসী বাংলাদেশের প্রথম মেট্রোরেল নূন্যতম উত্তরা থেকে আগারগাঁও চলাচল করতে পারবেন। আগামী বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করবেন। ২০২২ সালের জুনে পদ্মা সেতু প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী বছর চট্টগ্রামে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলও উদ্বোধন করা হবে।
এর আগে, পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে।
মেট্রোরেলের উড়ালপথ কংক্রিটের দেয়াল বেষ্টিত। এ কারণে পথচারীরা মেট্রোরেল চলাচল দেখতে পাবেন না। যদিও সংশ্লিষ্ট সড়কের পাশে উঁচু ভবন থেকে অনেকে ট্রেনটির চলাচল দেখতে পাবেন।