জাতীয়

দেশে তালেবান ও জঙ্গি নেই, আছে অরাজকতা সৃষ্টিকারী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে তালেবানও নেই, জঙ্গিও নেই, শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী।

রবিবার (২৯ আগস্ট) দুপুরে আশুলিয়া বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। কিন্তু তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।

আফগানিস্তানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তালেবানরা বিভিন্ন বড় শক্তির হাত ধরে সেই দেশে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে। তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই। বাংলাদেশ একটি শান্তির দেশ।

Related Articles

Leave a Reply

Back to top button