রাজনীতি

জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

রাজধানীর চন্দ্রিমা উদ্যান তথা জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়ে, নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। এতে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে সাড়ে ১০টার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন। কিন্তু কোনও কারণ ছাড়াই পুলিশ তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

মহানগর পুলিশের অনুমতি নিয়েই এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি আয়োজন করা হয়েছিল বলেও জানা গেছে।

সংঘর্ষ চলাকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। এসময় কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গেও কথা বলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button