আন্তর্জাতিক
আইফোন-১৩ সিরিজ, বাজারে আসছে সেপ্টেম্বরে
চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন-১৩ সিরিজ বাজারে আনছে অ্যাপল।
গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন আইফোন বাজারে আসবে ফ্লেকজিবল চার্জিং বোর্ড নিয়ে যা স্পেসও কমাবে।
জানা গেছে, আইফোন-১২ সিরিজের থেকেও ১৩-তে বেটারি ও ৫-জি সুবিধা বেশি থাকবে।
তবে গুঞ্জন রয়েছে, আইফোনের উচ্চতর রিফ্রেশ রেট এলটিপিও ডিসপ্লে, দ্রুতগতির এ১৫ চিপ, ছোট নচ, ভিডিও রেকর্ডিং ফিচার, বড় ক্যামেরা সেন্সরসহ বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে।