জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ রোববার, ১৮ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫ টি ওয়াগনে ৪০০ টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরুসহ মোট ৭০৬ টি গরু ও ২০টি ছাগল দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

এ দু’টি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ ৩ লাখ ৬৭ হাজার টাকা আয় হয়েছে।

এছাড়া, ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে ৯টি ওয়াগনে ৯৭ টি গরু আজ সকাল ৮টা ৫ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। ভাড়া বাবদ ৬৮ হাজার ৩৮০ টাকা আয় হয়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০ টি গরু নিয়ে আরো একটি স্পেশাল ট্রেন আজ ঢাকায় আসার কথা রয়েছে।

কোরবানির পশু পরিবহনের সুবিধায় বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস ১৯ জুলাই পর্যন্ত চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button