খেলা
নেইমারকে বুকে টেনে নিলেন মেসি
খেলায় হার জিত থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে সম্পর্কের ফাটল হতে পারে না। আর তাই এতো বড় জয় বা হারের জন্য নিজেদের বন্ধুত্বকে নষ্ট করতে চান মেসি-নেইমার। খেলা শেষে তাই দুজনেই দুজনকে বুকে জড়িয়ে ধরেছেন।
বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই মেসি-নেইমারের বন্ধুত্ব। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব আরও মজবুত হয়েছে। সেই নেইমারের ব্রাজিল এবার ঘরের মাটিতে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরে শিরোপা খুঁইয়েছে। আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। আর তখনই তাকে বুজে জড়িয়ে ধরেন মেসি।
আর মাঠে এমন দৃশ্যে কেউ অবাক হয়েছেন। কেউ বা আবেগ আপ্লুত। তবে সবাই ছিলেন মুগ্ধ।
এই শিরোপা জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটলো। সেইসঙ্গে জাতীয় দলের হয়ে প্রথমবার কোনও শিরোপা ছুঁতে পারলেন সময়ের মহাতারকা মেসি।