আন্তর্জাতিক

হাইতির প্রেসিডেন্ট হত্যায় দুই মার্কিনিসহ জড়িত ২৮

২৬ জন কলম্বিয়ার এবং দুজন হাইতি বংশোদ্ভূত মার্কিন নাগরিকসহ মোট ২৮ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়সি হত্যাকাণ্ডে। খবর বার্তা সংস্থা এএফপির।

বৃহস্পতিবার হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

হাইতির পুলিশ প্রধান বলেন, আমরা ১৫ কলম্বিয়ান এবং হাইতি বংশোদ্ভূত ২ মার্কিনিকে গ্রেপ্তার করেছি। পুলিশের গুলিতে তিনজন কলম্বিয়ান নিহত হয়েছে। আর ৮ জন পলাতক রয়েছে।

বুধবার মোয়সির বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়। এসময় মোয়সি স্ত্রী মার্টিন মোয়সি আহত হন।

Related Articles

Leave a Reply

Back to top button