জাতীয়

রূপগঞ্জের অগ্নিকান্ডে নিহতের ২ লাখ, আহতের পরিবার পাবে ৫০ হাজার

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ আগুনে মৃতদের প্রত্যেক পরিবার ২ লাখ এবং আহতদের প্রত্যেক পরিবার ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেয়া হবে।

শুক্রবার (৯ জুলাই) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছে প্রত্যককে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা পাবে। যারা মারা গেছেন তাদের প্রত্যেক পরিবার ২ লাখ টাকা করে অনুদান পাবেন।

এছাড়া, এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক থেকেও শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, জুস কারখানায় ১৮ বছরের নিচে কোনো শিশু শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভয়াবহ এ আগুন লাগার ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন।

শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন এ তথ্যনিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ভয়াবহ আগুনের ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। আর আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

Related Articles

Leave a Reply

Back to top button