তৃতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর!
তৃতীয় সন্তান আসার খবর নিজেই জানালেন কারিনা কাপুর খান। সূত্র: আনন্দবাজার পত্রিকা
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে এ খবর জানান জনপ্রিয় অভিনেত্রী।
মূলত হবু মায়েদের জন্য বই লিখেছেন কারিনা কাপুর খান। নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। এই বইকেই নিজের ‘তৃতীয় সন্তান’ বলে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে দস্তানা পরে মাইক্রোওয়েভ থেকে গরম গরম সদ্য প্রকাশিত বইটি বার করে আনলেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘দু’বার অন্তঃসত্ত্বা হওয়া থেকে এই প্রেগন্যান্সি বাইবেল লেখা বেশ সুন্দর একটি যাত্রা ছিল এটি। খারাপ আর ভাল, দু’রকমেরই সময় কাটিয়েছি এই যাত্রায়।’
তিনি আরও লিখেছেন, ‘কখনও কখনও কাজে যাওয়ার জন্য উতলা হয়ে থাকতাম। কখনও আবার বিছানা থেকে উঠতেই পারতাম না। অন্তঃসত্ত্বা থাকাকালীন আমি শারীরিক এবং মানসিকভাবে যা যা অনুভব করেছি, এই বই তারই খুব ব্যক্তিগত একটি বিবরণী।’
কারিনা লিখেছেন, ‘ভাবনা থেকে আজকে তার জন্ম, এই বই একাধিক কারণে আমার কাছে তৃতীয় সন্তানের মতো।’
গত ডিসেম্বরে ছেলে তৈমুর আলি খানের জন্মদিনে এই বই লেখার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তখন দ্বিতীয় বারের জন্য অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।
২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্মের ৫ মাস পর নিজের লেখা বই প্রকাশ্যে আনলেন কারিনা কাপুর খান।