খেলা

টেস্ট থেকে অবসরের গুঞ্জন মাহমুদউল্লাহ’র

গুঞ্জন ছড়িয়েছে, জাতীয় দলের অভিজ্ঞ অল-রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন।

এমনকি এ বিষয়ে দেশের দুটি টেলিভিশন চ্যানেলেও জানানো হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্ট খেলে এই ফরম্যাট থেকে অবসরে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা অবগত নয় বলে জানিয়েছেন।

যদিও অভিজ্ঞ এ অল-রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে গত বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে খারাপ সময় পার করার পর দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও নির্বাচকদের সিদ্ধান্তে এই ফরম্যাট থেকে বাদ দেয়া হয়।

এছাড়া চলতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও প্রথমে ছিলেন না রিয়াদ। তবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের চোটের কারণে মাহমুদউল্লাহ রিয়াদকে সফরের তিন দিন আগে হুট করেই ঢাকা হয় দলে।

প্রায় ১৬ মাস পর টেস্ট দলে ডাক পেয়ে, ইতিমধ্যে নিজের সেরা পারফর্ম করেছেন ব্যাট হাতে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে, একমাত্র টেস্টে দুর্দান্ত সেঞ্চুরিও হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দেড়শ রানের ইনিংস খেলেছেন যা ক্যারিয়ার সেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button