খেলা

নেইমারের সঙ্গে পিএসজিতে যোগ দিলেন রামোস

রিয়াল মাদ্রিদ ছাড়ার পরই সার্জিও রামোসের প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিচ্ছেন। এমন গুঞ্জন শুনা যাচ্ছিলো বেশ জোরালো ভাবেই। সেই গুঞ্জনকে সত্যি করলেন তিনি।

বৃহস্পতিবার নিজের ওয়েবসাইটে এক বিবৃতিতে রামোস নিজেই পিএসজিতে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার।

রিয়াল মাদ্রিদের সাবেক এই সেন্ট্রাল ডিফেন্ডারের সঙ্গে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করেছে পিএসজি।

ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই রিয়াল মাদ্রিদের প্রাণ হয়ে ছিলেন রামোস। কিন্তু চলতি মৌসুমে চুক্তি নিয়ে রিয়ালের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। রিয়াল তার সঙ্গে এক বছরের চুক্তি করতে চাইলেও রামোস চেয়েছিলেন দু’বছর। সেটা না হওয়ায় রিয়ালের সঙ্গে তার ১৬ বছরের সম্পর্কে ছেদ পড়ে।

রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলে জুন থেকে ফ্রি হয়ে যান রামোস। সেই সুবিধা কাজে লাগিয়ে অভিজ্ঞ এ তারকারকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।

পিএসজিতে যোগ দেয়ার আনন্দ নিয়ে রামোস বলেন, ‘পিএসজি এমন একটি ক্লাব, যারা আগেই নিজেদের উপরের সারিতে প্রমাণ করেছে। আমি আরও এগিয়ে যেতে চাই এবং পিএসজিতে উন্নতি করতে চাই। দলকে যত বেশি সম্ভব শিরোপা জয়ে সাহায্য করতে চাই।’

Related Articles

Leave a Reply

Back to top button