সাহিত্য ও বিনোদন

জানুয়ারিতে বিয়ে করে জুলাইয়ে বাবা হলেন হাবিব

গেল ১২ জানুয়ারি হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের তৃতীয় বিয়ের খবর জানিয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এবার বিয়ের ৬ মাস যেতে না যেতেই জানালেন তিনি বাবা হয়েছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়ক হাবিব ওয়াহিদের বাবা সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ।

গেল বুধবার (৭ জুলাই) সকালে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী আফসানা চৌধুরী (শিফা)। পুত্রের নাম দিয়েছেন আয়াত।

হাবিবের তৃতীয় স্ত্রী ইডেন ছাত্রী শিফা নিজেও শোবিজ অঙ্গনের সঙ্গে ‍যুক্ত। মডেল হিসেবে কাজ করা শিফার সঙ্গে বেশ কয়েকবারই বিভিন্ন অনুষ্ঠানে ঘনিষ্ঠভাবে হাবিব ওয়াহিদকে দেখা যায়। তখনই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল।

এটি হাবিব ওয়াহিদের তৃতীয় বিয়ে। ২০০৩ সালে লুবায়না নামের একজনকে বিয়ে করেন। কিছুদিন পরই সেই সংসার ভেঙে যায়। ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন হাবিব। ২০১৭ সালের ১৯ জানুয়ারি দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ হয় এ সংগীতশিল্পীর। এরপর ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও তা বেশিদিন স্থায়ী হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button