ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ভূমধ্যসাগরের ইতালি উপকূলের কাছে একটি নৌকাডুবিতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে ৮ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে নৌকাটি উল্টে যায়। নৌকাটি থেকে ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার রাতে চারটি নৌকায় করে আরও প্রায় ৩০০ অভিবাসন প্রত্যাশী লাম্পেদুসা দ্বীপে অবস্থান নিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ১৯ হাজার ৮শ অভিবাসন প্রত্যাশী ইতালি প্রবেশ করেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৬ হাজার ৭শ’র সামান্য বেশি।
সাম্প্রতিক সময়ে সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষ নিজেদের দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে ভূমধ্যসাগরের মতো বিপজ্জনক পথ ব্যবহার করছেন। কয়েকদিন আগেই ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী।
রবিবার তিউনিসিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। ওই সময় উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ। উদ্ধারদের বেশিরভাগই বাংলাদেশি।