সাহিত্য ও বিনোদন

হাসপাতালে কিংবদন্তি চিত্রনায়ক দিলীপ কুমার

হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। রোবাবর (৬ জুন) মুম্বাইয়ের খার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কার্ডিওলজিস্ট ডা. নিতিন গোখালে এবং পালমনোলজিস্ট ডা. জলিল পারকারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

বুধবার দিলীপ কুমারের টুইটার হ্যান্ডেল থেকে এ খবর জানানো হয়।

টুইটের বার্তা অনুযায়ী, বুধবার বুকে সংক্রামণ নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে এ অভিনেতাকে ভর্তি করা হয়।

গত বছর দিলীপ কুমারের দুই ভাই এহসান খান (৯০) এবং আসলাম খান (৮৮) করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সেখানেই তাদের মৃত্যু হয়।

সে সময় হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমার নিজেও। কিন্তু তার শারীরিক পরীক্ষার জন্য। পরীক্ষা শেষে তিনে বাসায় চলে যান।

এর পর থেকে স্ত্রী সায়রা বানু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত দিলীপ কুমারের শারীরিক অবস্থার খবর জানান। এক অডিও বার্তায় তিনি বলেন, ‘সবকিছু ঠিক আছে, আমাদের সঙ্গে আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে।  ধন্যবাদ আপনাদের।’

তবে এবার এখনো দিলীপ কুমার শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য দেননি তিনি।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ১৯৯৮ সালের পর তিনি রুপালি পর্দায় কাজ ছেড়ে দেন।

‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা-যমুনা’, ‘কর্মা’-র মতো একাধিক বিখ্যাত ভারতীয় সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমার। সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অভিনেতা হিসেবে গিনেজ ওয়াল্ড রেকর্ডস বুকে তার নাম রয়েছে। তিনি আটবার ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন সেরা অভিনেতা হিসেবে।

দিলীপ কুমারের পক্ষ থেকে টুইটার বার্তায় ফয়জল তার জন্য সবার প্রার্থনা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button