জাতীয়

মহামারি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ১০০ কোটির তহবিল

স্বাস্থ্যখাতের অর্জনসমূহকে টেকসই করা ও ভবিষ্যতে মহামারির অভিঘাত হতে পরিত্রাণ পাওয়ার সক্ষমতা বৃদ্ধির জন্য আগামী অর্থবছরেও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অভিঘাত হতে পরিত্রাণ পাওয়ার সক্ষমতা বৃদ্ধির জন্য মানসম্পন্ন প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক স্বাস্থ্যশিক্ষার সম্প্রসারণ প্রয়োজন। চলতি অর্থবছরে স্বাস্থ্যশিক্ষা ও প্রযুক্তিখাতের গবেষণার উন্নয়নে সমন্বিত স্বাস্থ্যবিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলের জন্য চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে।

তহবিলটি কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button