প্রেমিকা সিমন্ডকে চুপিসারে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
গোটা ব্রিটেনজুড়ে চলছে করোনাকালীন বিধিনিষেধ। এরই মধ্যে হঠাৎ-ই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার প্রেমিকা ক্যারি সিমন্ডকে বিয়ে করলেন। যদিও ২০১৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর থেকেই সিমন্ডসকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে বসবাস করেন বরিস। গেল বছর তাদের ঘরে এক পুত্র সন্তানেরও জন্ম হয়। পুত্রের নাম উইলফ্রেড লরি নিকোলাস জনসন।
স্থানীয় সময় শনিবার (২৯ মে) রাতে ওয়েস্ট মিনিস্টারের একটি ক্যাথিড্রালে নিজের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। [ খবর : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ]
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শেষ মুহূর্তে কিছু ‘বিশেষ ঘনিষ্ঠ’ অতিথিদের আমন্ত্রণ জানানো হয় বিয়ের অনুষ্ঠানে। এমনকি এ বিয়ের আগাম কোনও তথ্যই ছিল না প্রধানমন্ত্রীর প্রশাসনিক কর্মকর্তাদের কাছে। করোনা বিধিনিষেধের কারণেই হয়তো জমকালো আয়োজন ছিল না তাদের বিয়েতে। কিন্তু এরই মধ্যে সমালোচনা ও আলোচনার ঝড় উঠেছে যে, বাগদত্তা স্ত্রী ক্যারি সিমন্ডকে গোপনে বিয়ে করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিট থেকে এ বিয়ে নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
৩৩ বছর বয়সী ক্যারি সিমন্ডের এটিই প্রথম বিয়ে। কিন্তু ৫৬ বছর বয়সী বরিস জনসনের তৃতীয় স্ত্রী হলেন সিমন্ড।
এর আগে মেরিনা উইলারকে বিয়ে করেছিলেন জনসন। তাদের ঘরে ৪ সন্তান রয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে জনসন-মেরিনার ২৫ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।
মেরিনাকে বিয়ে করার আগে আরও একটি বিয়ে করেছিলেন জনসন।