আন্তর্জাতিক
আফগানিস্তানে বোমায় ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানের রাজধানী চারিকরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র সালিম নুরি জানান, আল-বিরুনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাসে করে যাওয়ার সময় বোমার আঘাতে হতাহত হন। আফগানিস্তানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র হামেদ ওবাইদি জানান, আহত শিক্ষকদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।
শেষ খবর পর্যন্ত কোন গোষ্ঠী এই বোমা হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।