জাতীয়

মিয়ানমারে ‘শান্তি ও স্থিতিশীলতা’ দেখতে চায় বাংলাদেশ

সেনা অভ্যুত্থানে মিয়ানমারে চলমান পরিস্থিতিতে দেশটিতে ‘শান্তি ও স্থিতিশীলতা’ দেখতে চায় বাংলাদেশ।

সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্থিতিশীলতা কাটিয়ে মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ব্যবস্থা সমুন্নত রাখা হবে বলেও আশা প্রকাশ করছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলেছে, ‘বাংলাদেশ দৃঢ়ভাবে গণতান্ত্রিক মূল্যবোধের অনুসারী ও জোরদার করার সমর্থক। ঢাকা নেপিডোর সঙ্গে পারস্পরিক কল্যাণমূলক সম্পর্ক উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে কাজ করে যাচ্ছে।’

‘আমরা আশা করছি, এসব প্রক্রিয়া সঠিক পথেই এগোবে’।

সোমবার (১ ফেব্রুয়ারি) গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’সহ মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট ও শাসক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষ কয়েকজন নেতাকে আটক করে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী। দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button