রাজনীতি

ড. কামালের উক্তি ‘আপত্তিকর, রাস্তার ভাষা’: কাদের

সরকারের পদত্যাগ নিয়ে করণীয় প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের উক্তিকে ‘আপত্তিকর ও রাস্তার ভাষা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ ও পুরনো তিনটি সেতুর পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ড. কামাল হোসেন বিএনপির সমাবেশে সরকারকে লাথি মেরে উচ্ছেদ করবে বলে যে বক্তব্য দিয়েছেন, তা গণতান্ত্রিক ভাষা হতে পারে না। ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা প্রসংগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়ার মামলা রাজনৈতিক মামলা না। এই মামলা সরকার করেনি। করেছে তত্ত্বাবধায়ক সরকার। তাঁকে রাজনৈতিকভাবে মুক্ত করার সুযোগ নেই। এটা সম্পূর্ণ আদালতের ব্যাপার।’

এসময় সরকারের উন্নয়ন-অগ্রগতির নানা দিক তুলে ধরে ওবাদুল কাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button