আন্তর্জাতিক

মোদীর টুইটার ‘হ্যাক’ করে টাকা দাবি

হ্যাক হয়েছে ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট । হ্যাক হওয়া ওই অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করে সমর্থকদের কাছে টাকা দাবি করা হয়েছে।

বিষয়টি  টুইটারের পক্ষ থেকিই নিশ্চিত করা হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা এ বিষয়ে অবগত আছে। তারা হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত হয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। মোদীর ব্যক্তিগত ওই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত জুলাই মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, টেসলার সিইও ইলন মাস্ক, অ্যামাজন সিইও জেফ বেজোসসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button