আন্তর্জাতিক

পশ্চিম তীরে নিহতদের জানাজায় ফিলিস্তিনিদের ঢল

পশ্চিম তীরের জেনিনে পৃথক ইসরায়েলি অভিযানে নিহত দুজনকে সমাহিত করা হয়েছে। তাদের জানাজায় শত শত শোকার্ত ফিলিস্তিনি অংশগ্রহণ করেছেন। নিহত দুজন হলেন, সাদিল নাঘনিয়াহ (১৫) ও নাসের সিনান (৫০)।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে জানা যায়, গত সোমবার ইসরায়েলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালালে সাদিল নাঘনিয়াহ মাথায় আঘাত পেয়ে আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য জেনিন সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এ নিয়ে সোমবারের এ অভিযানে সাতজন মারা গেলেন।
দেশটিতে এখনো পর্যন্ত আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।
জেনিন শরণার্থী শিবিরে হামলার পরের দিন মঙ্গলবার পশ্চিম তীরের এলি বসতি এলাকায় দুই বন্দুকধারীর গুলিতে চার ইসরায়েলি নিহত এবং চারজন আহত হন। এ ঘটনায় বন্দুকধারীদের দুজনও মারা যান।
পরবর্তীতে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানায়, জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে। যদিও এ হামলার পর ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি দখলদাররা। নাসের সিনান গত মাসে ইসরায়েলি সামরিক বাহিনীর এক অভিযানে আহত হয়েছিলেন। পরে গতকাল মঙ্গলবার তিনি মারা যান।
উল্লেখ্য, এ বছর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হাতে ১৭৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button