করোনাজাতীয়

বিশেষ ‘সম্মানী’ পাচ্ছেন ২ হাজার ৬৭৯ নার্স

দেশের ২২টি হাসপাতালের ২ হাজার ৬৭৯ জন নার্সকে তাদের দুই মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা সম্মানী পাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সরাসরি সেবা দিচ্ছেন এমন নার্সরা।

বুধবার (২১ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

এজন্য ১১ কোটি ৫ লাখ ৫০ হাজার ৩০০ টাকা বরাদ্ধ দিয়েছে অর্থ বিভাগ। এ অর্থ বিতরণ করে আগামী ৩০ জুনের মধ্যে অর্থ বিভাগকে জানাতেও পরিপত্রে বলা হয়েছে।

যুগ্ম সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত নার্সরা এককালীন বিশেষ সম্মানী পাবেন। এ অর্থ প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর অথোরাইজেশন জারির মাধ্যমে বরাদ্দ প্রদান করতে হবে।

পরিপত্রে বলা হয়, স্বাস্থ্য বিভাগ জুলাই ২০২০ মাসের আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে দেওয়া হবে। এক্ষেত্রে দুই মাসের সমপরিমাণ অর্থে কিছুটা উঠানামা করতে পারে।

পরিপত্রে আরও বলা হয়েছে, যারা আউটসোর্সিং হিসেবে কর্মরতরা এ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button