জাতীয়

লঞ্চডুবির ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জে বালুবাহী কার্গোর সঙ্গে ধাক্কায় সাবিত আল হাসান নামে একটি লঞ্চ ডুবে যাওয়ার ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

রবিবার (৪ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মো. রফিকুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

জানা যায়, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী সাবিত আল হাসান নামের লঞ্চটি শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় একটি সিস্টার ভেহিক্যাল এম ভি এস কে থ্রি’র ধাক্কায় ডুবে যায়। এসময় যাত্রীদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠলেও এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। এঘটনায় পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে লঞ্চটি মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় ডুবে যায়। ইতোমধ্যে ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ রাত ১১টায় ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button