জাতীয়

আজ আকাশতরী ও শ্বেতবলাকার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ শ্বেতবলাকা ও আকাশতরীর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ রবিবার।

রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্তে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

কানাডার ডি হ্যাভিল্যান্ড বম্বার্ডিয়ার অ্যারোস্পেস থেকে তৈরি উড়োজাহাজগুলো নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন কেনা তিনটি ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজের মধ্যে গত ৫ মার্চ ‘শ্বেতবলাকা’, ২৪ ফেব্রুয়ারি ‘আকাশতরী’ ও গত বছরের ২৭ ডিসেম্বর ‘ধ্রুবতারা’ দেশে আসে।

উড়োজাহাজ দুটি প্রথমে অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে। পরে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে কলকাতা, কাঠমান্ডুসহ স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটেও চলবে এগুলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button