জাতীয়

অপরাধের কারণে সীমান্তে প্রাণহানি: জয়শঙ্কর

সীমান্তে যেকোনো মৃত্যুই দুঃখজনক আর অপরাধমূলক কর্মকাণ্ডই সীমান্তে প্রাণহানির মূল কারণ, এমনটাই জানালেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সীমান্ত হত্যার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘আমি মনে করি, আমরা একমত হয়েছি, যেকোনো মৃত্যুই দুঃখজনক। কিন্তু আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে, সমস্যাটি কেন হচ্ছে। এবং আমরা জানি সমস্যাটি কী। সমস্যা হচ্ছে অপরাধ। সুতরাং আমাদের মিলিত উদ্দেশ্য হওয়া উচিত অপরাধহীন ও মৃত্যহীন সীমান্ত। আমি নিশ্চিত, আমরা যদি এটা করতে পারি, অপরাধহীন ও মৃত্যুহীন সীমান্ত, তাহলে একসঙ্গে এ সমস্যার সমাধান করতে পারব।’

তিনি আরও বলেন, ‘যেটাকে আমরা সীমান্ত হত্যা বলি, মূলত অনেকগুলো মৃত্যু হয় ভারতের বহু ভেতরে। পররাষ্ট্রমন্ত্রী (মোমেন) ও আমি এ ব্যাপারে আলোচনা করেছি, যেভাবে প্রতিবেশী ও বন্ধুর সঙ্গে আলোচনা হওয়া দরকার।’

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তিস্তা নদীর পানিবণ্টন বিষয়টি নিয়ে আলোচনা করেছি। শিগগিরই আমাদের সচিবদের বৈঠক রয়েছে। আমি নিশ্চিত, তারা এ বিষয়ে পরবর্তী আলোচনা চালিয়ে নেবেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকালে ঢাকায় আসেন এস জয়শঙ্কর।

Related Articles

Leave a Reply

Back to top button