খেলা

অবসরে গেলেন আব্দুর রাজ্জাক আর নাফিস

আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন।

এ উপলক্ষে শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টার সংলগ্ন ১ নং প্লাজায় ‘পিচ ফাউন্ডেশন’ এর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজ্জাক ও নাফিস বিদায়ের ঘোষণা দেন।

অবসরের পর নাফিস ও রাজ্জাক দুজনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি পাওয়ায় থামতেই হচ্ছে তাঁদেরকে। রাজ্জাক হয়েছেন নির্বাচক আর নাফিস চাকরি নিয়েছেন ক্রিকেট অপারেশনস বিভাগে। তাই মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ হচ্ছে না বাংলাদেশ দলের এই সাবেক দুই ক্রিকেটারের।

বাংলাদেশের হয়ে মোট ২০০টি আর্ন্তজাতিক ম্যাচ খেলেছেন আবদুর রাজ্জাক। টাইগারদের হয়ে শিকার করেছেন ২৭৮টি উইকেট।

ইএসপিএন ক্রিকেটইনফোর তথ্য অনুযায়ী, বাম হাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাফিস ২৪টি টেস্ট আর ৭৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে তার সর্বোচ্চ স্কোর ১৩৮ আর ওয়ানডেতে ১২৩। তিন ফরম্যাটে তাঁর মোট রান ৩৪৯৩।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button