মিয়ানমারের বিরুদ্ধে বাইডেনের নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, মিয়ানমারের অভ্যত্থানের নেতাদের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত এক নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন । খবর-বিবিসি।
ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবার ‘নিষেধাজ্ঞা’ দিলেন জো বাইডেন।
ব্রিটিশ গণমাধ্যম এক প্রতিবেদনে জানায়, সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য ও তাদের সঙ্গে যুক্ত বাণিজ্যিক সূত্রগুলোর ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমার সরকারের ১ বিলিয়ন ডলার তহবিলে সামরিক বাহিনীর প্রবেশ আটকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দেশটির রাজধানীতে নেইপিদোতে অভ্যত্থান বিরোধী বিক্ষোভে মঙ্গলবার এক নারী গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনার ব্যাপক সমালোচনা করে মানবাধিকার সংস্থাগুলো। এরপরই এলো নিষেধাজ্ঞার ঘোষণা।
এ দিকে অভ্যুত্থান সরিয়ে নিয়ে অং সান সু চিসহ বে সামরিক নেতাদের মুক্তি দেওয়ার আহবান জানিয়েছেন বাইডেন।