জাতীয়
এম এ গণির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির উপদেষ্টা এম এ গণি মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ।
১০ ফেব্রুয়ারি, এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের অত্যন্ত প্রিয়ভাজন এম এ গণি মহান মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি ও অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে বাঙালি জাতি একজন দেশপ্রেমিক ও প্রগতিশীল ব্যক্তিত্বকে হারালো।
ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।