করোনাজাতীয়

যতদিন প্রয়োজন সোহরাওয়ার্দীতে টিকাদান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, যতদিন প্রয়োজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কার্যক্রম চালু থাকবে ।

রবিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাকালীন সময় অনেক জায়গাতেই অনেককেই খুঁজে পাওয়া যায়নি। সেই অবস্থার আজ পরিবর্তন হয়েছে। সবাই ঘুরে দাঁড়িয়েছে বলেই আমরা করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছি। ভ্যাকসিন দিয়ে যেন করোনা নিয়ন্ত্রণ করতে পারি, সেজন্যই আজকের আয়োজন। যতদিন প্রয়োজন ততদিন এখানে (সোহরাওয়ার্দী মেডিকেল) ভ্যাককসিন প্রদান কার্যক্রম চালু থাকবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোভিড-১৯ নিয়ন্ত্রণে দেশ একটি বিরাট সফলতা পেয়েছে। বিশ্বে করোনা নিয়ন্ত্রণের দেশ হিসেবে বাংলাদেশ ১৭ নম্বরে চলে এসেছে। যার ফলাফল আমরা দেখছি।’

স্বরাস্ট্রমন্ত্রী আরও বলেন, ‘করোনা যখন শুরু হয় তখন আমরা কিছুই জানতাম না। সবার ভেতরে একধরনের আতঙ্ক ছিল। সকলের সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণে আমাদের অভিজ্ঞতার ঝুলি সবাইকে সেবা দান করতে পারছি। সবাইকে সেই সাহস এবং আস্থার জায়গায় নিয়ে আসতে পেরেছি বলেই কোভিড নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছি।’

সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক ও অধ্যক্ষসহ ৪ জন চিকিৎসক টিকা গ্রহণের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে আরও কয়েকজন স্বাস্থ্যকর্মী টিকা গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button