আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল মিয়ানমার

আমরা সামরিক স্বৈরাচার চাই না’ স্লোগানে উত্তাল মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন।

সামরিক অভ্যুত্থান ও অং সান সু চির আটকাদেশের প্রতিবাদে, দ্বিতীয় দিনের মতো হাজার হাজার লোক রাস্তায় নেমে মিছিল করছেন বিক্ষোভকারীরা।

প্রতিবাদকারীরা রবিবার, ইয়াঙ্গুনে রাস্তার মাঝখান দিয়ে এনএলডির পতাকা দুলিয়ে ‘থ্রি-ফিগার’ স্যালুট দিয়ে মিছিল করে যাচ্ছেন । এই ‘থ্রি-ফিগার’ স্যালুট একটি অভ্যুত্থান বিরোধী প্রতীক হয়ে উঠেছে। গাড়ির চালকরা হর্ন বাজাচ্ছেন ও যাত্রীরা সু চির ছবি উঁচু করে ধরে আছেন।

শনিবার দেশটির সামরিক জান্তা ইন্টারনেট বন্ধ করে ফোন লাইনে নিয়ন্ত্রণ আরোপ করে। এরপরও এসব দৃশ্য ফেইসবুকে সম্প্রচারিত হয়েছে। এ রকম অল্প কিছু দৃশ্যই দেশটির বাইরে এসেছে।

গত সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমারের সামরিক বাহিনী সু চি ও তার ক্ষমতাসীন দলের অন্যান্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে নতুন একটি সামরিক সরকার গঠন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button