রাজনীতি

আন্দোলনের ভয় দেখিয়ে ‘লাভ নেই’: বিএনপিকে কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জেল-জুলুম, নির্যাতন আর রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে ‘কোন লাভ নেই’। বিএনপির কোনও অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না।’

রবিবার (০৭ ফেব্রুয়ারি) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনে ব্যর্থ ও পরাজিত হয়ে বিএনপির পরাজিত নেতারা এখন হাঁকডাক শুরু করেছে। তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না।

তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাদের নিজস্ব কোনও বক্তব্য নেই, তারা টেমস নদীর পার থেকে পাঠানো ফরমায়েসি বার্তা তোতাপাখির মত পড়েন। বিএনপির নয়াপল্টন অফিস হচ্ছে ‘গুজবের ফ্যাক্টরি’। সেই ফ্যাক্টরি থেকে আসা অপপ্রচারের বাণীতে খোদ বিএনপির নেতাদের মধ্যেই অবিশ্বাসের দেয়াল তৈরি করছে।’

মিডিয়ায় আন্দোলনের ঝড় তুললেও বাস্তবে বিএনপি নেতারা রাজপথে থাকেন না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘বিএনপি নেতাদের কেউ কেউ মাঠে থাকলেও তারা ফেসবুকে আপলোড দেয়ার জন্য শুধু ছবি তোলেন, এরপর পালানোর পথ খোঁজেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘বক্তব্য-বিবৃতিতে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি নেতারা প্রাণ দেয়ার বাসনা ব্যক্ত করলেও তাঁর মুক্তির জন্য ঢাকা শহরে ৫০০ লোকের একটি মিছিলও করতে দেখেনি জণগণ।

মন্ত্রী বলেন, ‘জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি ভয়ের বৃত্তে এখন আবর্তিত হচ্ছে। পাঁচ শত সদস্যের ঢাউস কমিটি থাকা সত্ত্বেও একটি বড় মিছিল যারা করতে পারে না, তাদের মেরুদণ্ডের শক্তি সম্পর্কে জনগণ বুঝতে পেরেছে বলেই নির্বাচনে তাদেরকে ভোট দেয় না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button